শিক্ষা বিকাশ পরিষদ, দক্ষিন আসাম প্রান্ত আজ করোনা মহামারী যুদ্ধে কিছু ত্রাণ সামগ্রী প্রদান করে। শিক্ষা বিকাশ পরিষদ, দক্ষিন আসাম প্রান্তের ব্যবস্থাপনায় ডলু অঞ্চলের কালিনগর চা বাগান ও বৌলাবস্তি গ্রামে 300 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয় এবং ইস্টামপুর চা বাগানের 200 পরিবারের মধ্যে ত্রাণ প্রদান করা হয়। এছাড়া শিলচর শহরের আসাম পুলিশ, ট্রাফিক পুলিশ, ও বিভিন্ন প্রশাসনিক ব্যাক্তির হাতে Face Mask ও কিছু অল্পাহার বিতরণ করা হয়
করোনা মহামারী যুদ্ধে এই উপত্যকার গরিব দুঃখী জনগনের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করে সেবা কাজে নিয়োজিত হয় শিক্ষা বিকাশ পরিষদ। এই ত্রাণ কার্যে ছিলেন পরিষদের সম্পাদক শ্রী নীহারেন্দু ধর, সহ- সম্পাদক রূপজ্যোতি দেব, কার্যালয় সচিব অয়ন চক্রবর্তী, সরস্বতী শিশু নিকেতন ডলুর প্রধান আচার্য বিবেকানন্দ দেব পুরকায়স্হ, আচার্য মেঘান্জন চক্রবর্তী ।