
দক্ষিণ শিলচর ।
দক্ষিণ শিলচরের সরস্বতী বিদ্যা নিকেতনে আজ শিক্ষা বিকাশ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যা ভারতী উত্তর-পূর্ব ক্ষেত্রের সভাপতি তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসাইন জী। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্বৎ পরিষদের সভাপতি তথা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এই দিনেই বিদ্যালয় প্রাঙ্গণে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক শ্রী দীপায়ণ চক্রবর্তী। উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বিদ্যালয়ের এই উদ্যোগকে বিশেষভাবে প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষা বিকাশ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।