Bangla News Paper South Assam

করোনা ত্রাণ তহবিলে অর্থ দান শিক্ষা বিকাশ পরিষদ ও সরস্বতী বিদ্যানিকেতনের

কোভিড ১৯-কে রোখতে আসাম সরকারের সমস্থ পদক্ষেপকে স্বাগত জানিয়ে সরকারী ‘অসম আরোগ্য নিধি’ তহবিলে ৫১,০০০ টাকার আর্থিক অনুদান তুলে দিল শিলচরের সংঘ ঘনিষ্ট শৈক্ষিক সংঘটন শিক্ষা বিকাশ পরিষদ। শনিবার এক সাক্ষাৎকারে শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়ের হাতে সেই একান্ন হাজার টাকার চেক তুলে দেন শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি ড. নিখিল ভূষন দে, সম্পাদক নীহারেন্দু ধর সহ অন্যরা।

        উল্লেখ্য, শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও ডিমাহাসাও জেলায় বিদ্যাভারতীর মাধ্যমে চল্লিশটি বিদ্যালয় পরিচালনা করে।   

    এদিন সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরের পক্ষ থেকেও ৫০০০ টাকার চেক ডাঃ রাজদীপ রায়ের হাতে তুলে দেওয়া হয়। কালাইন সরস্বতী বিদ্যানিকেতনের পক্ষ থেকে ‘অসম আরোগ্য নিধি’ তহবিলে ৪৮২৫ টাকা ও পিএম কেয়ার্স তহবিলে ৪৮২৫ টাকা জমা করেন প্রধানাচার্য নিবাস চক্রবর্তী।                             

 সংস্থার আগ্রহে দক্ষিণ আসাম প্রান্তের বিভিন্ন বিদ্যালয় থেকেও ‘অসম আরোগ্য নিধি’ তহবিল ও ‘পিএম কেয়ার্স’ তহবিলে আর্থিক অনুদান জমা করা হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *