গত ২রা ফেব্রুয়ারী বিদ্যা ভারতী শিক্ষা সমিতি ত্রিপুরার অন্তর্গত বিদ্বৎ পরিষদ কর্তৃক মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে জাতীয় শিক্ষা নীতি (NE P-2020) এর উপর এক আলােচনা সভার আয়ােজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সতদেও পােদ্দার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যা ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের সহ সংগঠন মন্ত্রী
মাননীয় গবিন্দ মােহন্ত মহাশয়, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক শ্রী প্রণব সরকার মহাশয়। শ্রী গােবিন্দ মহন্ত উনার বক্তব্যে বলেন যে বিদ্যা ভারতী ২০১৫ সাল থেকে এই নতুন শিক্ষা নীতির উপর কাজ করছে। বিদ্যা ভারতী নার্সারী সেকশনের উপর অনেক প্রয়ােগ করেছে। নতুন শিক্ষা নীতিতে E CCE (Early Childhood Care Education) যে বিষয়টা যুক্ত হয়েছে তার উপর বিদ্যা ভারতীর প্রমাণিত কাজ আছে। বিদ্যা ভারতী প্রত্যেক রাজ্যের সরকারি ভাবে গঠিত টাস্ক ফোর্সের সাথে যােগাযােগ করে ecce এর উপর আলােচনা সভা আয়ােজন করছে। এবং বিদ্যা ভারতী কিভাবে পাঠদান পাঠক্রম তৈরী করেছে তা সকল শিক্ষাবিদদের সাথে শেয়ার করছে। উনি শিক্ষাবিদদের কাছে আহ্বান করেন যে বেশি সংখ্যায় রাষ্ট্রীয় শিক্ষা বিভাগে রিকমেন্ডেশন পাঠানাের জন্য। এতে শিক্ষা বিভাগের এই শিক্ষা নীতি ক্রিয়ান্বয়নের উপর কাজ করা সহজ হবে। কল্যাণ মন্ত্রের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।