বিদ্যা ভারতী শিক্ষা সমিতির দ্বারা পরিচালিত বিদ্যালয়সমূহের প্রশিক্ষণ টোলি ও বিষয় প্রমুখদের বৈঠক আজ (১৭ ই জানুয়ারী) রামনগর স্থিত বিদ্যা ভারতী কার্যালয়ে সম্পন্ন হয়।
এখানে উপস্থিত ছিলেন সভাপতি ডঃ শঙ্কর রায়, প্রান্ত সংযোজক শ্রী নীলমণি চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ শ্রী সঞ্জিত ঘোষ, প্রান্তীয় প্রশিক্ষণ প্রমূখ শ্রী সুভাষ গণ চৌধুরী।
তাছাড়া উপস্থিত ছিলেন কুমারঘাট, রামনগর, কলম চওড়া ও ধলেশ্বর স্থিত বিদ্যা ভারতী পরিচালিত বিদ্যালয়সমূহের প্রধানাচার্য।
উক্ত বৈঠকে আদর্শ বিদ্যালয়, আচার্য বৈঠক, শিশু বাটিকা, প্রশিক্ষণ বর্গ তথা বিদ্যালয়ের অডিট রিপোর্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
অবশেষে সভাপতি ডঃ শঙ্কর রায় সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।