Bangla News Paper South Assam

সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে করিমগঞ্জ সরস্বতী বিদ্যা নিকেতন ডিজিটেল বিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করলো

গতকাল  রবীন্দ্র জয়ন্তীর  দিনে বিকাল  4টায়  করিমগঞ্জের  সাংসদ  কৃপানাথ  মালা স্কুল  ম্যানেজমেন্ট  সফ্টওয়ার  এর   শুভারম্ব  করেন । বিদ্যালয়  কর্তপক্ষ  আয়োজিত  অনুষ্ঠানে  স্বাগত  বক্তব্য  উপস্থাপনে  ম্যানেজিং  কমিটির  চেয়ারম্যান  স্রী  সুহাস  রঞ্জন  দাস বলেন  যে এই  সফটওয়্যার   সংস্থাপন বিদ্যালয়ের জন্য  খুব  ই  সময়  উপযোগী পদক্ষেপ এতে  বিদ্যালয়ের  সকল  প্রকার  শৈক্ষিক  ও  প্রশাসনিক  কাজকর্ম এই  সফটওয়্যার  এর  মাধ্যমে  সঞ্চালিত  হবে ।  এককথায়   ডিজিটেল  বিদ্যালয়  হিসাবে  পরিণত  হলো  এই  বিদ্যালয়। 

অনুষ্ঠানএর  প্রধান  অতিথি  সাংসদ  মালা  তার  বক্তব্যে  বলেন  যে  এই  বিদ্যালয়  এক  ব্যাতিক্রমী  বিদ্যালয়  শিক্ষার  পাশাপাশি বহুমুখী  সামাজিক সেবামূলক  কাজের  দৃষ্টান্ত  তুলে  ধরতে  সক্ষম  হয়েছে  এই  বিদ্যালয়. আর  এর  সঙ্গে  আধুনিক  জ্ঞান  বিজ্ঞানের  অগ্রগতিকে  অব্যাহত  রেখে   স্কুল  ম্যানেজমেন্ট  সফটওয়্যার  এর  উপযোগ  ছাত্র ছাত্রী  অভিভাবক  ও  শিক্ষক  সকলকেই  নিশ্চিত ভাবে  উপকৃত  করবে. তিনি  বিদ্যালয়ের  প্রতি  সকল ধরণের  সহযোগিতার  আশ্বাস  দেন এবং  তার  পক্ষ  থেকে  বিদ্যালয়  কে  একটি  থার্মাল  তাপ  মাপার  যন্ত্র   দান  করেন। 

অনুষ্টানে  বক্তব্য রাখেন উপস্থিত  এ আই ডি সি  চেয়ারম্যান  শ্রী  মিশন  রঞ্জন  দাস. তিনি  তার  ভাষণ এ  বিদ্যালয়ের  সাথে তার  দীর্ঘ দিনের সম্পর্কের  কথা  তুলে  ধরেন  বিজেপি  জেলা  সভাপতি  শ্রী  সুব্রত  ভট্টাচাৰ্য . বলেন  যে  তার  চোখের  সামনে  কাঁচা  বাঁশ বেতের  ঘর  আজ  এই  বিরাট  ভবনে  উন্নীত  হয়েছে হয়েছে আজ  আমাদের  সকলের  কাছে  গর্বের  বিষয়  যে  সমগ্র  বরাক  উপত্যকায়  এই  বিদ্যালয়ের মহিমা  ছড়িয়ে  পড়েছে. 

বিশিষ্ট  চিকিৎসক  ডঃ মানস  দাস বিদ্যালয়ের  প্রধান  আচার্য  অঞ্জন  গোস্বামী কর্তৃক  প্রস্তুত স্কুলিং এন্ড  ফিজিক্যাল ডিসটেন্স শীর্ষক  রিসার্চ  প্রস্তাবের  খুব  প্রশংশা  করেন  এবং  বিষয় টি  মাননীয়  শিক্ষা  মন্ত্রীর  নজরে  অবশ্যই  আসবে  বলে  তিনি  আশা  ব্যক্ত  করেন। জেলা পরিষদ  সভাপতি  স্রী  আশীষ  নাথ  বিদ্যালয়ের  সকল  প্রকার  কাজে  সহযোগিতার  আশ্বাস  দেন.। সামাজিক   দূরত্ব  বজায়  রেখে  ছোট  আকারে  আয়োজিত  অনুষ্ঠানটি  ছিল  খুব ই   মনোগ্রাহী  আমন্ত্রিত  অথিতির  মধ্যে  প্রাক্তন  পুরপতি  কৃষ্ণ  দাস . নির্মল  বণিক  সঞ্জীব  বণিক  কানাই  লাল  দে  বিদ্যালয় পরিচালনা  সমিতির নেপাল  ধর  গীতা  সাহা  অজয়  দাস  কোষাধাক্ষ  সন্দীপ  রায়  সম্পাদক  সুবীর  বরণ  রায় ও  প্রধান  আচার্য  অঞ্জন  গোস্বামী  সহ  অন্যান্য  এ শিক্ষক  শিক্ষিকা  গন. শেষে ধন্যবাদ  সূচক  বক্তব্য  রাখেন  অক্সফোর্ড  স্কলার  শ্রী  কৃশানু  দে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *