এই অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি ড. নিখিল ভূষন দে, সহ – সভাপতি শ্রী অসিত দত্ত, সংগঠন মন্ত্রী যোগেন্দ্র সিং সিশোধীয়া, সম্পাদক শ্রী নীহারেন্দু ধর, কোষাধ্যক্ষ শ্রী কৌশিক কুমার দে , সহ – সম্পাদক শ্রী অঞ্জন গোস্বামী, শ্রী রূপজ্যোতি দেব, প্রান্ত নিরীক্ষক শ্রী পিন্কু মালাকার, প্রান্ত কার্যালয় প্রমুখ শ্রী অয়ন চক্রবর্তী, প্রান্ত প্রচার প্রমুখ শ্রী মেঘান্জন চক্রবর্তী প্রমুখ। সবার শেষে কল্যাণ মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের দ্বারা আজ অনলাইন শিক্ষক দিবস পালন করা হয়। দক্ষিণ আসাম প্রান্তের অন্তর্গত সকল বিদ্যালয়ের আচার্য ও আচার্যা, প্রান্তের কর্মকর্তাগন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষকতা জীবন নিয়ে আলোকপাত করা হয় এবং আচার্যাদের দ্বারা সঙ্গীত পরিবেশন করা হয় ।